thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বৃষ্টি বিঘ্নতায় বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি

২০২০ জানুয়ারি ২৭ ১৬:১৬:১১
বৃষ্টি বিঘ্নতায় বিলম্বিত বাংলাদেশ-পাকিস্তানের শেষ টি-টোয়েন্টি

দ্য রিপোর্ট ডেস্ক: লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টায়। তবে দুঃসংবাদ হচ্ছে লাহোরে হানা দিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দেড়িতে শুরু হচ্ছে ম্যাচের টস।

হোয়াটওয়াশের লজ্জা এড়াতে এই ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। অন্যদিকে ৩-০ তে সিরিজ জিততে মরিয়া হয়ে থাকবে পাকিস্তান। কারণ এই ম্যাচ জিতলেই র‍্যাংকিংয়ে আবারও এক নম্বরে চলে যাবে তারা।

প্রসঙ্গত, লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তবু লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। ১৪১ রানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে পেরেছিল।

দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তানের কাছে। মাত্র ১৩৬ রান করে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দেখা যাক, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এসে জয়ের দেখা পায় কি-না সফরকারীরা।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর