thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ম্যাচ পরিত্যাক্ত

২০২০ জানুয়ারি ২৭ ২০:৩১:১৯
বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ম্যাচ পরিত্যাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিটে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর মধ্য দিয়ে২-০ ব্যবধানে সিরিজে হেরে দেশে ফিরবে তামিম-মাহমুদউল্লাহরা। ফেব্রুয়ারিতে আবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে টেস্ট খেলবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। সেই সময় থেকে ওভার কাটা শুরু হয়। কাট-অফ টাইম ছিল বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিট। কিন্তু বৃষ্টি না থামায় ৫টা ২ মিনিটের সময়ই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় ম্যাচেও শনিবার একই ভেন্যুতে মুখোমুখি হয় দু'দল। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর