thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

ঢাকার উন্নয়নে তাপসের ইশতেহারে পাঁচ পরিকল্পনা

২০২০ জানুয়ারি ২৯ ১২:৫৭:৫৭
ঢাকার উন্নয়নে তাপসের ইশতেহারে পাঁচ পরিকল্পনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটির উন্নয়নে পাঁচ পরিকল্পনায় নির্বাচনী ইশতেহার সাজিয়েছেন দক্ষিণ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজের নির্বাচনী ভাবনা তুলে ধরেন তিনি। মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য কী করবেন সংবাদ সম্মেলনে সেই ইশতেহার তুলে ধরেন তাপস।

ইশতেহারে তাপসের প্রতিশ্রুতির পাঁচ রূপরেখা হলো ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।

আগামী শনিবারের নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইশতেহার ঘোষণা করেছেন দুই সিটিতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অন্য তিন প্রার্থী।

গত রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। পরদিন সোমবার ইশতেহার ঘোষণা করেন ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল মঙ্গলবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। ঐতিহ্য ও আধুনিকতায় ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ইশরাকের পরদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস।

তাপসের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগের সভাপতি আবু আহাম্মদ মান্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ২৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর