thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই 25, ৬ শ্রাবণ ১৪৩২,  ২৬ মহররম 1447

করোনাভাইরাস নিয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ : স্বাস্থ্যমন্ত্রী

২০২০ জানুয়ারি ৩০ ১৫:২৫:৫৮
করোনাভাইরাস নিয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ : স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আমাদের দেশে এখনো করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তবে এ ভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম-২০২০-এর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি বলেন, বিমানবন্দরগুলোতে স্ক্যানার বসানো হয়েছে। বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। রাজধানী থেকে শুরু করে জেলা শহরের হাসপাতালগুলোতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো করোনাভাইরাসের রোগী পাওয়া গেলে তাকে যেন দ্রুত চিকিৎসা দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চীন থেকে যেসব ফ্লাইট বাংলাদেশে আসছে আমরা বিশেষ করে সেসব যাত্রীর দিকে লক্ষ্য রাখছি। এসব যাত্রীর এয়ারপোর্টেই স্ক্র্যানিং করা হচ্ছে। একই সঙ্গে তাদের একটি ফরম পূরণ করানো হচ্ছে এবং তাদের কার্ড রাখা হচ্ছে। যাতে পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ৩০,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর