thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

এখন পর্যন্ত ভালো ভোট হচ্ছে: রিটার্নিং কর্মকর্তা

২০২০ ফেব্রুয়ারি ০১ ১৩:০২:০৯
এখন পর্যন্ত ভালো ভোট হচ্ছে: রিটার্নিং কর্মকর্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘এখন পর্যন্ত ভালো ভোট হচ্ছে। ভোটে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে, সকাল থেকে আমরা যত কেন্দ্র পরিদর্শনে গিয়েছি সেখানে ভালো সাড়া পেয়েছি।’

শনিবার ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভোটার উপস্থিতি কম কেন জানতে চাইলে আব্দুল বাতেন বলেন, ‘অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। হয়তো কিছু কেন্দ্রে কম ছিল৷ আশা করি সময়ের সাথে আরও ভোটার বাড়বে।’

বিএনপির পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক না। আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি, সকাল থেকে তাদের পোলিং এজেন্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে রিপোর্ট করেননি বা কেন্দ্রে আসেননি।’

সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রেও বিএনপির পোলিং এজেন্ট দেখা যায়নি কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানেও সকাল থেকে এজেন্ট আসেনি।’

ইভিএমে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না এ ব্যাপারে তিনি বলেন, কিছু কিছু ভোটারের বয়সের কারণে তাদের আঙুলের ছাপে সমস্যা হয়েছে, এ কারণে হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি নিজেও একজন বয়স্ক ভোটারকে এই সমস্যায় পড়তে দেখেছি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০১,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর