thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ইভিএমে কেউ খুশি, কেউ বিরক্ত!

২০২০ ফেব্রুয়ারি ০১ ১৩:০৭:১৩
ইভিএমে কেউ খুশি, কেউ বিরক্ত!

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যালেট ছেড়ে ইভিএমে ভোট। ভোটারদের জন্য নতুন অভিজ্ঞতা। ভালোমন্দ দুটোই আছে তাতে। কেউ ইভিএমে ভোট দিয়ে খুশি। কেউ আবার বুথে বুথে ঘুরে বিরক্ত।

ভোটার রফিক মিয়া। ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন, 'ব্যালটের চেয়ে সহজে ভোট দিলাম। পছন্দের প্রার্থীরে ভোট দিছি।'

শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকালে ভোট দেওয়ার পর কথা হয় তার সঙ্গে।

তিনি স্বস্তিতে ভোট দিতে পারলেও কেউ কেউ ইভিএমে ভোট দিতে কিছুটা সমস্যায় পড়েছেন। জানিয়েছেন সে কথাও। দেখা গেছে, ভোটারের স্মার্ট কার্ডটি মেশিনে দেয়ার পর দীর্ঘসময় ধরে লোড হচ্ছে। কেউ আবার এক বুথে ঢুকে মেশিনে আঙুলের ছাপ নেয়ার চেষ্টা করে দেখেছেন অন্য বুথে তার ভোট।

শফিকুল ইসলাম নামের একজন তিন বুথে ঢুকে পরে ভোট দিতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘প্রথম এক বুথে গেলাম দেখি এখানে না। পরে গেলাম আরেকটায়। সেখানেও দেখি আমার ভোট নাই। পরে আরেক রুমে গিয়ে ভোট দিতে পারলাম।’

সব প্রার্থীর এজেন্ট না আসায় আটটার কিছু পরে এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন এই কেন্দ্রে ভোট দেন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানালেন, কেউ সমস্যায় পড়লে আমরা চেষ্টা করছি দ্রুত সমাধান করতে। কিন্তু যারা আসবেন কাউকে আমরা ফেরত পাঠাবো না।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০১,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর