thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ৮ম আসর এর উদ্বোধন

২০২০ ফেব্রুয়ারি ০১ ১৩:৩২:৫৩
বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ৮ম আসর এর উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের খেলার মধ্য দিয়ে ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন করা হয় বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এর ৮ম আসর।

বিসিএল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাকিব হায়দার পাভেল ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক ইস্ট জোনের কোচ আব্দুল করিম জুয়েল, অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও সেন্ট্রাল জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ইস্ট জোনের অন্যান্য খেলোয়াড়বৃন্দ হলেন তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মো. জাকির হাসান, রুবেল হোসেন, পিনাক ঘোষ, আবু যায়েদ রাহি, মো. তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ আশরাফুল, রনি চৌধুরী, অমিত হাসান ও রেজাউর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০১,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর