thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

৩০ শতাংশের নিচে ভোট পড়েছে : সিইসি

২০২০ ফেব্রুয়ারি ০১ ২০:৩১:৫৫
৩০ শতাংশের নিচে ভোট পড়েছে : সিইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার দুই সিটির নির্বাচন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘কত ভোট পড়েছে, এখনও জানি না। তবে, ৩০ শতাংশের কম হবে।’ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে সিটি নির্বাচনে কাস্টিং ভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘অনেক আগেই ভোটগ্রহণ শেষ হয়েছে। ফল আসতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে যে কেন্দ্রে গেছি, সেখানে আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলের এজেন্ট ছিলেন। ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আর তাদের যদি বের করে দেওয়া হয়, তাহলে অভিযোগ করতে হবে। বের করে দেওয়ার কোনও অভিযোগ কমিশন পায়নি।’

কে এম নূরুল হুদা বলেন, ‘যারা ইভিএমে ভোট দিয়েছেন, তাদের কেউ ইভিএমের বিরুদ্ধে অভিযোগ করেননি। ইভিএম খারাপ, তা কেউ বলেননি। কেউ বলেছেন জটিল বিষয়। এ জন্য একটু দেরি হয়েছে। অধিকাংশ ভোটার বলেছেন, ইভিএমে ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। এতে সহজে ও সঠিকভাবে ভোট দেওয়া সম্ভব। ইভিএমে কখনও একজনের ভোট অন্যজন দিতে পারেন না। একবার ভোট দিলে ওই লোক আর ভোট দিতে পারেন না।’

‘এজেন্টদের কাগজে লিখে ফল দেওয়া হয়েছে’, এমন অভিযোগ অস্বীকার করে সিইসি বলেন, ‘কাগজে লিখে ফল দেওয়া সম্ভব নয়। এটা করাও হয়নি।’

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোট ভালো হয়েছে। ভোটারদের মধ্যে যারা কেন্দ্রে গেছেন, তারা ভোট না দিয়ে ফেরত আসেননি। ভোট দিয়ে এসেছেন। এমন কোনও ঘটনা ঘটেনি যে কেউ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। তবে, ভোটের হারের বিষয়টি আমি জানি না। এটা ৩০ শতাংশের বেশি হবে না। ৩০ শতাংশের কম হবে।’

পল্টনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়ে সিইসি বলেন, ‘ওখানে কী ঘটেছে, এ মুহূর্তে তা বলতে পারবো না। এটি ক্রিমিনাল ঘটনা। এটি তদন্তের বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়।’

‘একটি দল আপনার পদত্যাগ দাবি করেছে। আপনি পদত্যাগ করবেন কিনা?’ এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না’।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০১,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর