thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বিএনপির হরতালে যান চলাচল স্বাভাবিক

২০২০ ফেব্রুয়ারি ০২ ১১:৫৭:১১
বিএনপির হরতালে যান চলাচল স্বাভাবিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানীতে চলছে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিকে, হরতালে রাজধানীর সড়কে চলছে যানবাহন, অফিসগামী মানুষের চলাচল রয়েছে স্বাভাবিক। তবে সড়কে গাড়ি চললেও সপ্তাহের অন্য দিনের তুলনায় খুবই কম।

অন্যদিকে, নির্বিঘ্নে চলাচলে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি। সড়কে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশ সদস্যদের।

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলের কয়েকজন নেতাকর্মী। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে হরতাল। জনগণ বিএনপির দাবির প্রতি সমর্থন প্রকাশ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর