thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ : নানক

২০২০ ফেব্রুয়ারি ০২ ১৬:১৬:১৩
হরতাল প্রত্যাখ্যান করেছে জনগণ : নানক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির মতো তাদের ডাকা হরতালও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘হরতালের মধ্য দিয়ে যদি বিএনপি অতীতের মতো সহিংসতার পথে পা বাড়ায়, তাহলে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নানক।

আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘অন্য যে কোন সময়ের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণের রায় প্রত্যাখান করে তারা ভুল করছে।

আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীদের আনন্দ মিছিল না করে জনগণের সেবা করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ২ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর