thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১

২০২০ ফেব্রুয়ারি ০৩ ১২:০৬:৪১
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১

শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মোশাররফ হোসেন শাওন (১৮) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাব-১৪।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোশাররফ শহরের চাপাতলী এলাকার আতাউর রহমানের ছেলে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সাইবার অপরাধকারীদের একটি চক্র এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রবিবার সন্ধ্যায় শেরপুর শহরের চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে শাওনকে আটক করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে। পরে রাতে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৩,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর