thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সচিবালয়ে ওবায়দুল কাদের

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৪:১৭:৩৫
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই সচিবালয়ে ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সচিবালয়ে যান তিনি। সেখানে গিয়ে গণমাধ্যমের সাথে কথাও বলেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান জানান, তার সুস্থতায় আমরা অত্যন্ত আনন্দিত। কেবিন থেকে ছুটি নেয়ার আগে চিকিৎসকসহ অন্যান্যদের সাথে কিছু মুহূর্ত কাটান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

সচিবালয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে সংঘাতের শঙ্কা থাকলেও বড় কিছু হয়নি। আরও ভালো নির্বাচন করতে চাই। সাংবাদিকদের ওপর হামলা ঘটনা সঠিকভাবে তদন্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি দল যতটা এলোমেলো, নেতৃত্বহীন সেই অবস্থায় ভালো রেজাল্ট করেছে। তবে ভোট নিয়ে তারা নেতিবাচক অপপ্রচার করায় ভোটার উপস্থিতি কমেছে। ভোটের রাজনীতিতে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৪,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর