thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড: ৩০ কোটি টাকার ফান্ড গঠনের অনুমোদন

২০২০ ফেব্রুয়ারি ০৪ ২০:৪৯:২৫
ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড: ৩০ কোটি টাকার ফান্ড গঠনের অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড হিসেবে ‘ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ অনুষ্ঠিত কমিশনের ৭১৭তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেনট লিমিটেড ৫ কোটি টাকা প্রদান করবে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উক্ত ফান্ডর সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইবিএল এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাষ্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর