thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সামিট অ্যালায়েন্স পোর্টের নতুন স্বতন্ত্র পরিচালক আনিস এ খান

২০২০ ফেব্রুয়ারি ০৫ ১৭:০৩:৩১
সামিট অ্যালায়েন্স পোর্টের নতুন স্বতন্ত্র পরিচালক আনিস এ খান

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডে (এসএপিএল) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার আনিস এ খান।

গত ৩১ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আনিস এ খানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

ব্যাংকিং খাতে আনিস এ খানের দীর্ঘ ৩৭ বছরেও বেশী সময়ের অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এমসিসিআই, সিএসই, বিএপিএলসি, এবিবি, পিডিবিএল, সুইফট ইত্যাদি। এছাড়াও তিনি ইবিএল, ক্র্যাব, এলআইসিবি-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড দেশের বেসরকারি খাতে শীর্ষস্থানীয় অফ-ডক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের কনটেইনারইজড রপ্তানির ২০.৫০ শতাংশ এবং আমদানি ভলিউমের ১০.৫০ শতাংশ পরিচালনা করছে। পাশাপাশি অফ-ডক সেবাসমূহ সরবরাহ এবং ঢাকা থেকে চট্টগ্রামে সহজে, কম খরচে কার্গো পরিবহনের জন্য মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীর তীরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রথম নৌ-টার্মিনাল প্রতিষ্ঠা করেছে এসএপিএল। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে এসএপিএলের সাবসিডিয়ারি, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (আইডব্লিউএআই)-এর সাথে প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশীপে ভারতের তিনটি নৌ-টার্মিনাল যথাক্রমে কলকাতার গার্ডেন রিচ এবং পাটনার গাইঘাট ও কালুঘাট টার্মিনালের পরিচালনার দায়িত্ব পালন করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৫,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর