thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

২০২০ ফেব্রুয়ারি ০৭ ১১:৪২:০৫
ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে যুবাদের ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৫ বল আগে ৬ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এর আগে কখনো ফাইনাল খেলেনি বাংলাদেশ। ৪ বছর আগে প্রথমবার ঘরের মাটিতে যুব বিশ্বকাপের সেমিতে খেলার স্বাদ পেয়েছিল টাইগার যুবারা। এবারও তারা স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করে।

রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর
ফল: ৬ উইকেটে জয়ী বাংলাদেশ।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ইনিংস: ২১১/৮ (৫০ ওভার)
(মারিউ ১, হোয়াইট ১৮, লেলম্যান ২৪, লিডস্টোন ৪৪, তাশকফ ১০, গ্রিনাল ৭৫*, সুন্দে ১, ক্লার্ক ৭, ফিল্ড ১২, অশক ৫*; শরিফুল ৩/৪৫, শামীম ২/৩১, রাকিবুল ১/৩৫, তানজিম ০/৪৪, মুরাদ ২/৩৪, হৃদয় ০/১৮)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১৫/৪ (৪৪.১ ওভার)
(ইমন ১৪, তানজিদ ৩, জয় ১০০, হৃদয় ৪০, শাহাদাৎ ৪০*, শামীম ৫*; ফিল্ড ০/২৮, ক্লার্ক ১/৩৭, হ্যানকক ১/৩১, অশক ১/৪৪, তাশকফ ১/৫৭, গ্রিনাল ০/১৩)।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর