thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রথম বলেই সেঞ্চুরিয়ান বাবরকে ফেরালেন রাহী

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১১:২০:২৮
প্রথম বলেই সেঞ্চুরিয়ান বাবরকে ফেরালেন রাহী

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে বেলা ১১টা থেকে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ৩৪২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে আজ রোববার আবার ব্যাটিং শুরু করেছে তারা। বাবর আজম ১৪৩ ও আসাদ শফিক ৬০ রান নিয়ে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৩৩/১০
পাকিস্তান : ৩৪২/৪ (৯০ ওভারে)।
লিড : ১০৯ রানের।

দিনের প্রথম বলেই বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহী ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান বাবর আজমকে। ১৪৩ রান নিয়ে অপরাজিত থাকা বাবর রাহীর বলে প্রথম স্লিপে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৯৩ বল খেলে ১৯টি চার ও ১ ছক্কায় ১৪৩ রান করে সাজঘরে ফেরেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর