thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে: প্রধানমন্ত্রী

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১৬:৩৩:১৭
ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে সেভাবেই দেশ গড়ে তোলা হচ্ছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ২০১৯-২০ কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয় স্বশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ। দক্ষতার সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রশিক্ষণ আরো বাড়াতে হবে। আগামী দিনে সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখে কাজ করছে সরকার।

এ সময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। বিভিন্ন দেশের ৫৪ জন অফিসারসহ ২৩৫ জন প্রশিক্ষণার্থীকে গ্রাজুয়েশন সনদ প্রদান করেন শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর