thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

অফিস শুরু করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১৬:৪১:৫৪
অফিস শুরু করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন এমডি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেছেন কাজী ছানাউল হক। ২৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তার নিয়োগ অনুমোদনের পর রোববার (৯ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন৷ এর আগে ৯ জানুয়ারি ৯৪৫তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন৷

একইদিন ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে তাঁর নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়৷ এর প্রেক্ষিতে ২৩ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার নিয়োগের অনুমোদন করেন৷

কাজী ছানাউল হক ডিএসইতে যোগদানের পূর্বে কর্মসংস্থান ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন৷ তার আগে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ এছাড়া তিনি রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী ব্যংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷

তার রয়েছে ম্যানেজমেন্ট টেকনিকস ফর এক্সিকিউটিভস, অষ্টাদশ আচরণ ও শৃংখলার প্রশিক্ষণ৷ এছাড়াও তিনি ভারত ও মালয়েশিয়া থেকে Identification and Rehabilitation of Sick and Breakthrough leadership বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন৷

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ০৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর