thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আকবরকে অধিনায়ক করে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

২০২০ ফেব্রুয়ারি ১১ ১১:১১:৫৩
আকবরকে অধিনায়ক করে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। যুবাদের নেতৃত্ব দিয়েছেন রংপুরের ছেলে আকবর আলী। ফাইনালে মাথা ঠান্ডা করে তিনিই বাংলাদেশকে বিশ্বকাপ ট্রফি জিতিয়েছেন। আইসিসিও বাংলাদেশের অধিনায়ককেই টুর্নামেন্টের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশ থেকে আকবর ছাড়াও জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।

তিন সপ্তাহ ধরে চলা বিশ্বকাপে সেরা একাদশ বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল ধারাভাষ্যকার ইয়ন বিশপ, রোহান গাভাস্কার ও নাটালি জারমানোসের সঙ্গে ক্রিকইনফোর শ্রেষ্ঠ শাহ ও আইসিসির ম্যারি গডবিয়ারকে। আইসিসির বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ ছাড়া ফাইনালিস্ট ভারতেরও তিন খেলোয়াড় জায়গা পেয়েছেন। কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়লেও আফগানিস্তানের দুজন সুযোগ পেয়েছেন একাদশে। ওয়েস্ট ইন্ডিজেরও দুজন আছেন এই দলে।

বিশ্বকাপ একাদশ:
যশস্বী জয়সোয়াল - ৪০০ রান (ভারত)
ইব্রাহিম জাদরান - ২৪০ রান (আফগানিস্তান)
রবিন্দু রসন্থ - ২৮৬ রান (শ্রীলঙ্কা)
মাহমুদুল হাসান - ১৮৪ রান (বাংলাদেশ)
শাহাদাত হোসেন - ১৩১ রান (বাংলাদেশ)
নিম ইয়ং - ১৪০ রান ও ৮ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ)
আকবর আলী (উইকেটকিপার, অধিনায়ক) - ৬৯ রান, ৬ ডিসমিসাল (বাংলাদেশ)
শফিকুল্লাহ ঘাফারি - ১৬ উইকেট (আফগানিস্তান)
রবি বিষ্ণু - ১৭ উইকেট (ভারত)
কার্তিক ত্যাগি - ১১ উইকেট (ভারত)
জেডেন সিলস - ১০ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ)

দ্বাদশ খেলোয়াড়:
আকিল কুমার - ১৬ উইকেট (কানাডা)

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১১,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর