thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আ জ ম নাছির

২০২০ ফেব্রুয়ারি ১১ ১৭:৫০:৪৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আ জ ম নাছির

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির আবার মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে ঢাকা এসে তিনি ধানমন্ডি ৩ এর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনেন।

আ জ ম নাছিরের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে যে, আজ সন্ধ্যার পর তিনি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। আজ মাগরিবের বিরতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে আ জ ম নাছিরের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সূত্রগুলো আর বলছে যে, তিনি প্রধানমন্ত্রীর নিকট দোয়া চাইবেন এবং মনোনয়ন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন। তবে একাধিক সূত্র বলছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়ত তার সঙ্গে সাক্ষাৎ দেবেন, কিন্তু তার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১১,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর