thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আকবর আলীকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত রংপুর

২০২০ ফেব্রুয়ারি ১৩ ১৪:৩৬:২৬
আকবর আলীকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত রংপুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী রংপুর সিটির ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা। বিশ্ব জয় করে গতকাল ফিরেছেন ঢাকায়। বিসিবি থেকে পেয়েছেন সংবর্ধনা। আজ যাবেন নিজ ঘরে। সেখানে তাকে বরণ করে নিতে নানা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর সিটি কর্পোরেশন ও তার এলাকার লোকজন।

নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ জয় এটা বলতেই আকবর নামটা চলে আসছে। আকবর শুধু রংপুরের গর্ব নয় সারাদেশের গর্ব। অধিনায়ক আকবর ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করবো।’

আকবর আলী বাংলাদেশের আরো স্বপ্ন পূরণ করবেন এ কথা বিশ্বাস করেন সিটি মেয়র। ‘পৃথিবীর বহু দেশে পেশার দক্ষতা দেখে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সেটি দেওয়া হয় না। আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হোক। এতে করে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।’

এসময় রংপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের এই ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সকল খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৩,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর