thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হবু স্ত্রীকে নিয়ে সৌম্যের মোটরসাইকেলে ভ্রমণ (ভিডিও)

২০২০ ফেব্রুয়ারি ১৭ ১৬:৪৩:১৫
হবু স্ত্রীকে নিয়ে সৌম্যের মোটরসাইকেলে ভ্রমণ (ভিডিও)

দ্য রিপোর্ট ডেস্ক: বিয়ের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দেখা যাবে না জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারকে। এজন্য বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিও নিয়েছেন তিনি। যে কারণে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি সৌম্যকে।

বিয়ের খবর সৌম্য নিজেই জানিয়েছিলেন সৌম্য।

বুধবার সৌম্য সরকার নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এরপরই কে সেই সৌভাগ্যবতী তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়ে।

সে কৌতূহল কিছুটা হলেও মিটিয়ে দেন সৌম্য। পরদিন রাতে নিজেদের রোমান্টিক মুহূর্তের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন সৌম্য। যেখানে দেখা গেছে চমৎকার সব ফুলের আড়ালে হবু স্ত্রীর পাশে সৌম্য। ছবির ক্যাপশনে সৌম্য ইংরেজিতে লেখেন, কামিং সুন....

তবে সে ছবিতে সৌম্যের হবু স্ত্রীর স্পষ্ট মুখ ভেসে উঠেনি।

এরইমধ্যে গণমাধ্যমে প্রকাশ পায় সৌম্য ও তার হবু স্ত্রীর জলছাপসহ বিয়ের নিমন্ত্রণপত্র।

আর সৌম্যর সেই বিয়ের কার্ড গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন কেউ কেউ।

এরপরও যেন কৌতূহল মিটছে না সৌম্যভক্তদের। আজ ফেসবুকে ভাইরাল হলো সৌমের আরেকটি ভিডিও। যেখানে দেখা গেছে মোটরসাইকেলে হবু স্ত্রীকে পেছনে নিয়ে গাঁয়ের মেঠো পথ পাড়ি দিচ্ছেন সৌম্য।

তবে ভিডিওটি কবের আর কোথায় তা জানা যায়নি। এখানেও সৌম্যের আড়ালে তার হবুস্ত্রীকে স্পষ্টভাবে দেখা যায়নি।

ভিডিওটি দেখুন

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর