thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

স্ত্রীকে হত্যার পর চিকিৎসা নিতে গিয়ে স্বামী ধরা!

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৬:৩৯:৫৮
স্ত্রীকে হত্যার পর চিকিৎসা নিতে গিয়ে স্বামী ধরা!

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে এসে আটক হয়েছেন স্বামী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আরামবাগে ১৮২/এ নম্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম ছবি কুরি (৬০)। আর অভিযুক্ত স্বামীর নাম গোপাল চন্দ্র কুরি। অসুস্থ অবস্থায় পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নিজ বাড়ি থেকে ছবি কুরি নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কুরি দম্পতি আরামবাগে তাদের নিজ বাড়িতেই থাকতেন। নিহত ছবি কুরি ৮-১০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। এই দম্পতির তিন মেয়ে। তারা প্রত্যেকেই দেশের বাইরে থাকেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর