thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জিম্বাবুয়ের ৭ উইকেট নিয়ে দিন শেষ করল আকবর-ইমনরা

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৬:৫৯:৪৯
জিম্বাবুয়ের ৭ উইকেট নিয়ে দিন শেষ করল আকবর-ইমনরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: একমাত্র টেস্টের আগে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মঙ্গলবার মাঠে নামে জিম্বাবুয়ে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করেছে শেভরনরা। কার্ল মুম্বা ৫৪ ও আইন্সলে ২৫ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

আউট হয়েছেন প্রিন্স মাসভাউরি (৪৫), ক্রেইগ আরভিন (১০), ব্রিয়ান মুদজিনগানিয়ামা (১৭), রেগিস চাকাবা (১৩), তিনোতেন্দা মুতুমবোজি (০), কেভিন কাসুজা (৭০) ও তিমিসেন মারুমা (৩৪)।

বল হাতে বাংলাদেশের শাহাদাত হোসেন ৩টি, আল-আমিন জুনিয়র ২টি, শরীফুল ইসলাম ১টি ও সুমন খান ১টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ২৯১/৭ (৯০ ওভারে)

উইকেট পতন : ১০৫/১ (প্রিন্স মাসভাউরি-৪৫), ১২৫/২ (ক্রেইগ আরভিন-১০), ১২৯/৩ (ব্রিয়ান মুদজিনগানিয়ামা-১৭), ১৪৬/৪ (রেগিস চাকাবা-১৩), ১৪৬/৫ (তিনোতেন্দা মুতুমবোজি-০), ১৭৭/৬ (কেভিন কাসুজা-৭০), ২২৬/৭ (তিমিসেন মারুমা-৩৪)।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৮,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর