thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অদম্য লিভারপুলকে থামাল অ্যাতলেটিকো

২০২০ ফেব্রুয়ারি ১৯ ১০:৫৬:৫০
অদম্য লিভারপুলকে থামাল অ্যাতলেটিকো

দ্য রিপোর্ট ডেস্ক: উড়তে থাকা লিভারপুলকে মাটিতে টেনে নামাল অ্যাতলেটিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে লিভারপুল হেরেছে ১-০ গোলের ব্যবধানে। মাঝখানে ৬ মাসের ব্যবধানে সব প্রতিযোগিতা মিলে একবারও হার দেখেনি লিভারপুল।

মঙ্গলবার দিবাগত রাতে লিভারপুলকে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে আতিথেয়তা দেয় অ্যাতলেটিকো। এ ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় অ্যাতলেটিকো। গোলটি করেন সাউল নিগুয়েজ।

মাদ্রিদের মাঠে বলের দখল, আক্রমণের দিক থেকে লিভারপুলই এগিয়ে ছিল। প্রথমার্ধে ৭৫ শতাংশ সময় বল ছিল লিভারপুলের দখলেই। এগিয়ে যাওয়ার পর রক্ষণভাগে বাস পার্কিং করে অ্যাতলেটিকো। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ চালালেও সিমিওনের দলের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেনি লিভারপুল।

শেষ আটে যেতে হলে ১১ মার্চের ফিরতি লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে জিততে হবে গত আসরের চ্যাম্পিয়নদের।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ১৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর