thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

২০২০ ফেব্রুয়ারি ২০ ১১:৩৩:০৭
রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ে দুই বাসের মাঝে চাপা পড়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরনে ছিলো জিন্স প্যান্ট ও গেঞ্জি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জনপথ মোড়ে সড়ক পার হওয়ার সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নিহত ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২০,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর