thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বগুড়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১২

২০১৩ নভেম্বর ১০ ১৪:৫৫:৫২
বগুড়ায় সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ১২

বগুড়া সংবাদদাতা : ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেলকে প্রধান আসামি করে অজ্ঞাত ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সদর থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ১৮ দলের বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ সরকারদলীয় নেতাকর্মীরা আহত হন।

এ ঘটনায় শনিবার রাতে বগুড়া জেলা যুবদল সাধারণ সম্পাদককে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়।

সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এএইচ/এমএইচও/এএস/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর