thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পাপনের ‘নাক গলানোর’ প্রয়োজন দেখছেন না কোচ

২০২০ ফেব্রুয়ারি ২১ ১৮:০৪:১১
পাপনের ‘নাক গলানোর’ প্রয়োজন দেখছেন না কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাইগারদের টানা ব্যর্থতায় সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ সামলে রাখতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগের মতো দলের একাদশ-ব্যাটিং অর্ডার নির্ধারণে ‘নাক গলাবেন’ বলেও জানান পাপন। আর এর জন্য তাকে ‘মিস্টার ইন্টারফেয়ার’ ডাকা হলেও আপত্তি নেই বিসিবি বসের। তবে টাইগারদের হেড কোচ জানিয়েছেন, দলের সিদ্ধান্ত নেয়ায় ব্যাপারে সভাপতির হস্তক্ষেপের প্রয়োজন দেখছেন না।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আগামীকাল (২২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে মুমিনুল হকের বাংলাদেশ। তার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ রাসেল ডোমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হক। সংবাদ সম্মেলন শুরুই হয় রাসেল ডোমিঙ্গোকে দিয়ে আর প্রথম প্রশ্নই ছিল দলের কম্বিনেশন, একাদশ সংক্রান্ত তথ্য বিসিবি সভাপতিকে জানানো হয়েছে কিনা?

অনুশীলন শেষে মুমিনুলকে নিয়ে সংবাদ সম্মেলনে আসা ডোমিঙ্গো নিশ্চিতভাবেই এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। সামলে নিলেন অবশ্য বেশ সাবলীলভাবে, ‘সভাপতি দল নিয়ে আসলে বেশ আগ্রহী। সে চায় দল খুব ভালো খেলুক। এখনো পর্যন্ত তার সাথে আমার কোন কথা হয়নি। শেষ কদিন আমাদের ভালো কিছু অনুশীলন সেশন হয়েছে। তার সাথে আমার এখনো কথা হয়নি। এটাই উত্তর। ’

দলের অভ্যন্তরীণ বিষয়গুলো বিসিবি সভাপতিকে জানাতে হবে এমন কোন বার্তা পাননি ডোমিঙ্গো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু বলা হয়নি যে দলের ভেতর কি ঘটছে তা কাউকে জানাতে হবে। আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে বলেনি এটা। এই কাজটা করা দরকার বলে এখনো আমার কাছে মনে হচ্ছেনা। আমি যেটা বললাম সভাপতি চাইছেন দল যেন ভালো করে আমিও সেটাই চাই। আর এমন কিছুর জন্যই তারা আমাকে বেতন দেয়, আমার এখানে আসা।’

একাদশ কেমন হতে চলছে জানলেও এখনই বলতে চান না রাসেল ডোমিঙ্গো। মূলত এ দিয়ে বোঝানোর চেষ্টা দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে না যাওয়ার ব্যাপারে কতটা সচেষ্ট তারা, ‘আমি এখনো খেলোয়াড়দের সাথে এখনো কথা বলিনি। আগে তাদের সাথে কথা বলি এরপর মিডিয়াতে বলি দলের ভেতরে কি চলছে সে বিষয়ে। আর সে কারণেই সেরা একাদশ কি হতে যাচ্ছে সেটা আমি বলতে চাই না। আমি জানি একাদশে কারা থাকছে। আমি অধিনায়ক ও নির্বাচকদের সাথে বসেছি এবং আমরা একমত হয়েছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২১,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর