thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রবিবার এক হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

২০২০ ফেব্রুয়ারি ২২ ১০:২৯:৪৪
রবিবার এক হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন।

শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানায় দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি পদ্ধতিকে সম্মান করে। তবে বিটিআরসি গ্রামীণফোনের ওপর যে চাপ প্রয়োগ করেছে, সে বিষয়ে আদালতের সুরক্ষা প্রত্যাশা করছে তারা।

এর আগে গত বৃহস্পতিবার আপিল বিভাগ গ্রামীণফোন যেন আগামী সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধ করে সেই নির্দেশ দিয়েছিল। আদালতের নির্ধারিত তারিখের এক দিন আগে গ্রামীণফোন নির্দেশিত পরিমাণ টাকা পরিশোধের মনস্থ করেছে।

বৃহস্পতিবার ওই নির্দেশনার পাশাপাশি আগামী সোমবারের মধ্যে গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর আদেশের জন্য দিন ধার্য করে আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দিনটি ধার্য করেন।

গত বছরের ২৪ নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা তিন মাসের মধ্যে বিটিআরসিকে পরিশোধ করতে সময় বেঁধে দিয়েছিল গ্রামীণফোনকে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর