thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

২০২০ ফেব্রুয়ারি ২২ ১০:৪৬:৫৬
সাপ্তাহিক লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকের।। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ দিন স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭৭.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫০১.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭৫.৫০ টাকা বা ১৩.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে স্ট্যান্ডার্ড সিরামিক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ১০.০৬ শতাংশ, সিনোবাংলার ৯.৪৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৯ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.৯২ শতাংশ, শেফার্ডের ৭.৬০ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৫৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.৫৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.২৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর ৬.৯৩ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২২,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর