thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

২০২০ ফেব্রুয়ারি ২৪ ১০:২৯:১৭
অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্রিজে সেট হয়ে গেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নতুন দিনেও ছন্দময় ক্রিকেট খেলছেন তারা। জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো শাসাচ্ছেন এ জুটি। ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস তার।

শেষ খবর পর্যন্ত ৩ উইকেটে ২৮৮ রান করেছে বাংলাদেশ। এতে ২৩ রানের লিড নিয়েছেন টাইগাররা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিক। তিনি ৫৭ রান নিয়ে ব্যাট করছেন। মুমিনুল ১০২ রান নিয়ে ক্রিজে রয়েছেন। এরই মধ্যে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন তারা।

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। দলীয় এ সংগ্রহের পথে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনদিলোভু ০, টিসুমা ০, নিয়াউচি ৬*; এবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর