thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

স্কয়ারের চার পরিচালক কিনলেন ১২ লাখ শেয়ার

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১১:১১:৪৬
স্কয়ারের চার পরিচালক কিনলেন ১২ লাখ শেয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক: পূর্বঘোষণা অনুযায়ী শেয়ারবাজার থেকে ১২ লাখ শেয়ার কিনেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার পরিচালক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারের অব্যাহত দরপতনের মধ্যে গত জানুয়ারিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও পরিচালক অঞ্জন চৌধুরী ৩ লাখ করে ১২ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, স্যামুয়েল এহ চৌধুরী এবং তপন চৌধুরী ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৩ লাখ করে ৬ লাখ শেয়ার কেনেন। এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে এসব শেয়ার কেনেন।

বাকি দুই পরিচালক রত্ন পাত্র এবং অঞ্জন চৌধুরীও তাদের ঘোষণা অনুযায়ী শেয়ার কিনেছেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, বাজার মূল্যে এই দুই পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ৩ লাখ করে ৬ লাখ শেয়ার কিনেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর