thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মিরাজের মিরপুরের বাসা থেকে ২৭ ভরি সোনা চুরি

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১১:১৩:৫৬
মিরাজের মিরপুরের বাসা থেকে ২৭ ভরি সোনা চুরি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেহেদী হাসান মিরাজের মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাট বাসা থেকে ২৭ ভরি স্বর্ণালংকার আর মূল্যবান বৈদেশিক মুদ্রা চুরি হয়েছে।

মিরাজ ও তার স্ত্রী টিম হোটেলে থাকার সুযোগে এ ঘটনা ঘটে। গত পাঁচদিন ধরেই ফাঁকা ছিলো মিরাজের বাসা। আজ মিরাজ ও তার স্ত্রী বাসায় ফিরে চুরির বিষয়টি দেখতে পারেন।

মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলারও, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়- বাসায় চুরি নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় কাফরুল থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মিরাজ।

কাফরুল থানার ওসি আলিমুজ্জামান গণমাধ্যমকে জানায়, ধারণা করা হচ্ছে নকল চাবি ব্যবহার করে ফ্ল্যাটে ঢুকেছে চোরেরা।

এ বিষয়ে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর