thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান-সম্মানী দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১৯:২৬:২৩
ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান-সম্মানী দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও সম্মানী ভাতা এবং ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া রিটে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইশরাত হাসান এই রিট দায়ের করেন। তিনি বলেন, ‘রিট আবেদনটির ওপর আগামী সপ্তাহে বিচারপতি এফ আর এম আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

রিট আবেদনে বলা হয়েছে, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ভাব ও বাক প্রকাশ করে থাকি। আমাদের চিন্তা, বিবেক ও ভাব প্রকাশের স্বাধীনতাকে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের এই মৌলিক অধিকার যে বীর সন্তানদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রাষ্ট্রীয় সম্মান, সম্মানী ও সম্মাননা দেওয়া আমাদের পরম দায়িত্ব ও কর্তব্য।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর