thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

দিল্লির ঘটনায় বিশ্ব নেতাদের প্রতিবাদের আহ্বান পাক প্রধানমন্ত্রীর

২০২০ ফেব্রুয়ারি ২৭ ১৯:৩৬:৪৮
দিল্লির ঘটনায় বিশ্ব নেতাদের প্রতিবাদের আহ্বান পাক প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে মুসলিমবিরোধী সহিংসতার বিরুদ্ধে বিশ্ব নেতাদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আনর্জাতিক গণমাধ্যম আলজাজিরা,পার্সটুডে ও মিডিল ইস্ট ওয়াচের প্রতিবেদনে এই তথ্য পওয়া গেছে।

টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর দিয়ে শুরু হয়েছে। এবার ভারতের ২০ কোটি মুসলমানকে লক্ষ্যবস্তেুতে পরিণত করা হলো।

তিনি বলেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি ভারতে এ ধরনের দফায় দফায় সহিংসতার পূর্বাভাস দিয়েছিলেন এবং ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা আরো খারাপ হবে বলে মন্তব্য করেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার টুইটার পোস্টে সতর্ক করে বলেন, পাকিস্তানেও সংখ্যালঘু সম্প্রদায় সমান অধিকার নিয়ে বসবাস করবে। কেউ যদি তাদের ওপর হামলা করে তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর