thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চট্টগ্রামে আ.লীগ প্রার্থীর সভায় হামলা; আহত ৭

২০২০ ফেব্রুয়ারি ২৯ ১০:২৫:৫৪
চট্টগ্রামে আ.লীগ প্রার্থীর সভায় হামলা; আহত ৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সভায় আরেক প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম ) ফারুকুল হক।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর এবার আওয়ামী লীগের সমর্থন পাননি। সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি হয়ে বিতর্কিত হয়ে পড়া সাবেরের বদলে আওয়ামী লীগ এবার সমর্থন দিয়েছে দলটির ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিনকে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবের আহমেদও মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপ পুলিশ কমিশনার ফারুকুল হক জানিয়েছেন, শুক্রবার বিকেলে ঝর্ণাপাড়া এলাকায় নিজ বাসার নিচে নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করছিলেন নুরুল আমিন। সন্ধ্যার দিকে সাবের আহমেদের নামে স্লোগান দিতে দিতে কয়েকজন তরুণ-যুবক সেখানে গিয়ে হামলা করে। এরপর উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

‘নুরুল আমিন অভিযোগ করেছেন- সাবের আহমেদের ছেলের নেতৃত্বে হামলা হয়েছে। তাদের ৫-৭ জন আহত হয়েছেন। আমরা মামলা করার জন্য বলেছি। মামলা দায়েরের পর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’ বলেন পুলিশ কর্মকর্তা ফারুকুল

(দ্য রিপোর্ট/আরজেড/ফেব্রুয়ারি ২৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর