thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

ওমরাহ নিষিদ্ধ : দেড় লাখ যাত্রীর হজে অনিশ্চয়তা

২০২০ মার্চ ০১ ১৯:২৬:১৩
ওমরাহ নিষিদ্ধ : দেড় লাখ যাত্রীর হজে অনিশ্চয়তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস ধরা পরেছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালন করাটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সোমবার (২ মার্চ) থেকে হজ নিবন্ধন শুরু হবে।

নিবন্ধনের সময়েই এক লাখ ৫২ হাজার ১৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করার সুযোগ পেলেও এ মাসের মধ্যেই পুরো প্যাকেজের টাকা জমা দিতে হবে হজ যাত্রীদের। এমন অবস্থায় এ বছর যদি হজে যেতে না পারেন তাহলে জমা দেওয়া সব অর্থ ফেরত পাওয়া নিয়েও সংশয় রয়েছে আগ্রহীদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হজে যেতে আগ্রহী যাত্রী জানান, সৌদি সরকার ওমরাহ পালন নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই মাসে সম্ভাব্য হজ। এসময়ের মধ্যে করোনাভাইরাসের প্রকোপ যদি না কমে তাহলে আমাদের হজে যাওয়াটাও অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু আমাদের সকল খরচতো জমা দেয়া হয়ে যাবে। যদি চলতি বছর হজে যেতে না পারেন তাহলে টাকার কি হবে? যাত্রীরা তাদের এ টাকা পাবেন বা পরবর্তী বছরের জন্য ব্যবস্থা হবে কী-না তা নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।

তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো কর্মকর্তার বক্তব্য না পাওয়া গেলেও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘সৌদি যেনো করোনা আক্রান্ত না হয়, তাই আগে-ভাগেই প্রতিরোধ হিসেবে উপ মহাসাগরীয় এলাকার লোকজনকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। এতে ওমরাহ ভিসাও স্থগিত করায় আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই ৫০ কোটি টাকা ক্ষতির মধ্যে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন। প্রতিজন যদি সর্বনিম্ন ৩ লাখ ১৭ হাজার টাকা করে খরচ করেন তাহলেও ৪ হাজার ৩৫০ কোটি টাকা খরচ হবে। এছাড়াও রয়েছে কোরবানীর জন্য আলাদা খরচ। হজযাত্রীদের এ মাসের মধ্যেই সকল টাকা ব্যাংকে জমা দিতে হবে। কিন্তু হজের আগেই এজেন্সি মালিকদের হজে আগ্রহীদের জন্য বাড়ি ভাড়া, ভিসা, বিমান টিকিটসহ আরো অনেক বিষয়ে খরচ আগেই পরিশোধ করতে হয়। এতেই প্রায় খরচ হবে মোট হজ যাত্রীদের ৩ হাজার কোটি টাকা।

তিনি আরো বলেন, ‘হজ যাত্রীদের মতো আমরাও এক ধরনের দুশ্চিন্তায় রয়েছি। আমাদের অনেকেই ইতোমধ্যেই অনেক টাকা বিনিয়োগ করে ফেলেছে। যদি হজ যাত্রীরা নির্দিষ্ট সময়ে হজে যেতে না পারেন তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হবো। তবে তিনি আশা করেন দ্রুত সময়ের মধ্যে এ মসিবত কেটে যাবে। হজযাত্রীরা ভালোভাবেই হজ পালন করতে পারবেন।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‌বেসরকা‌রি ব‌্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প‌্যকেজ ৩ লাখ ১৭ হাজার টাকা এবং সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৩ লাখ ১৫ হাজার টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন।

২ মার্চ সোমবার থেকে চলতি বছরের বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত। হজযাত্রী নিবন্ধনের সময় বিমান ভাড়া বাবদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ সর্বনিম্ন এক লাখ ৫২ হাজার ১৯০ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে হবে। তবে হজযাত্রীদের আগামী ৩০ মার্চের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো টাকা অবশ্যই সংশ্লিষ্ট হজ এজেন্সিকে পরিশোধ করতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর