thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

ইমরান-ওয়াসিমদের পাশে মাশরাফি

২০২০ মার্চ ০২ ১০:৫০:৪৯
ইমরান-ওয়াসিমদের পাশে মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ইতিহাসের খাতায় নাম লিখালেন মাশরাফি। বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি। এর আগে এই রেকর্ডে নাম ছিল পাকিস্তানের ইমরান খান ও ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের।

পাশাপাশি তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে মাশরাফির উইকেট ১৩৫। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১৯ এবং টি-টোয়েন্টিতে ১৪৬।

সাকিব আল হাসানের উইকেট দ্বিতীয় সর্বোচ্চ। স্বীকৃত ক্রিকেটে সাকিবের উইকেট ৯৮৫। উইকেট সংখ্যায় সবথেকে এগিয়ে আব্দুর রাজ্জাক। বাঁহাতি স্পিনারের উইকেট ১১৪৪।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর