thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নতুন নির্বাচন চেয়ে ট্রাইব্যুনালে তাবিথের মামলা

২০২০ মার্চ ০২ ১৬:৩৬:৩০
নতুন নির্বাচন চেয়ে ট্রাইব্যুনালে তাবিথের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সেই সাথে তিনি ওই সিটিতে নতুন নির্বাচনের দাবিও করেছেন মামলায়।

সোমবার (২ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা করেন তাবিথ।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির এ মেয়র প্রার্থীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ আদালতে মামলা করেছেন তাবিথ আউয়াল। মামলার বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হয়। নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে ১ লাখ ৮৩ হাজার ৫০ ভোটে হারিয়েছে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর