thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শেয়ারবাজারে সাত কার্যদিবস পর উত্থান

২০২০ মার্চ ০২ ১৬:৪৫:০২
শেয়ারবাজারে সাত কার্যদিবস পর উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাত কার্যদিবস পতনের পর সোমবার (০২ মার্চ) উত্থান হয়েছে শেয়ারবাজারে। পতন হওয়া ওই সাত কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২৩ পয়েন্ট হারিয়েছে। হারিয়ে যাওয়া ওই ৩২৩ পয়েন্ট থেকে ডিএসই আজ মাত্র ২৪ পয়েন্ট ফিরে পেয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গত সাত কার্যদিবসে ১০৩৬ পয়েন্ট কমলেও আজ ফিরেছে ৪০ পয়েন্ট। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৪৩৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১, ডিএসই-৩০ সূচক ৫ এবং সিডিএসইটি সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৩০, ১৪৮০ ও ৮৭৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৩৬ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২৯টির বা ৬৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭৫টির বা ২১ শতাংশের এবং ৫১টি বা ১৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে ফার কেমিক্যালের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩৮ লাখ টাকর ফার ভিএফএস থ্রেড ডাইংয়ের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, সিলভা ফার্মা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং স্কয়র ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। আজ সিএসইতে ১৬ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর