thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

২০২০ মার্চ ০৩ ১৪:১২:০১
৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে সকালের আলো ফুটতেই আবার নেমে এলো যেন সন্ধ্যা। রাস্তার গাড়িগুলো পথ চিনছে হেড লাইটের আলোয়। এমন পরিবেশের মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। যাতে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা।

অবশ্য দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া খুবই স্বাভাবিক। ঋতু পরিবর্তন হচ্ছে। এ সময়ই শুর হয় কালবৈশাখী ঝড়। খুব স্বাভাবিকভাবে ঝড়ো বাতাস আর বৃষ্টির দেখা মিলবে এই ঋতুতে।

এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হয়েছে এবং আরো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর