thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

শেষ ওয়ানডেতে বিশ্রামে মুশফিক

২০২০ মার্চ ০৪ ১৭:০২:৩৪
শেষ ওয়ানডেতে বিশ্রামে মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাকিস্তান সফরে না গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি (২০৩*) করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলেছেন তিনি। প্রথম ম্যাচে অল্প রানে আউট হয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করেন।

প্রথম ম্যাচে ১৬৯ ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পেয়ে বাংলাদেশ ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে। আগামী শুক্রবার সিলেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। আর এই ম্যাচে খেলতে দেখা যাবে না মুশফিককে। কারণ, পাকিস্তান সিরিজের কথা মাথায় রেখেই মুশফিকুর রহিমকে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রামে রেখেছে বিসিবি। এপ্রিলের প্রথম সপ্তাহে একটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে টাইগাররা।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুশফিক বিশ্রামে থাকবে। আমরা নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি তারা কেমন করে? সামনে পাকিস্তান সফর রয়েছে। পাকিস্তান সিরিজেই তাদের অভিষেক ঘটাতে চাই না। ওই সফরের দল নির্বাচনের আগে আমরা নতুনদের একটু পরখ করে দেখতে চাই। শেষ ম্যাচের জন্য স্কোয়াডে কোনো পরিবর্তন আসবে না।’

তিনি আরো বলেছেন, ‘আমরা কিছু পত্রিকায় দেখেছি মুশফিক যেতে চায়। আবার কিছু পত্রিকায় দেখেছি সে যেতে চায় না। তাই আমরা তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম। এবং সে আমাদেরকে তার সিদ্ধান্ত জানিয়েছে।’

গত জানুয়ারিতে পাকিস্তান সফরের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, যদি কেউ পাকিস্তান সফরে যেতে না চায় তাহলে কাউকে জোর করা হবে না। কিন্তু সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২০৩*) করেন মুশফিকুর রহিম। এরপরই সুর পাল্টান বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসাবে মুশফিক যেতে বাধ্য।’ তবে, মুশফিক তার আগের সিদ্ধান্তেই অটল আছেন বলে জানিয়েছেন।

নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা আশা করছি মুশফিক পাকিস্তান সফরে যাবে। শুধু সে না, চুক্তিবদ্ধ প্রত্যেক খেলোয়াড়ের যাওয়া উচিৎ। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের যদি দলে ডাকা হয় তাহলে অবশ্যই তাদের খেলতে হবে। খেলোয়াড়দের শুধু নিজেদের কথা নিয়ে ভাবলে হবে না, দেশের কথাও ভাবতে হবে। ব্যক্তিগতভাবে এটাই আমি মনে করি। সবকিছুর আগে দেশ।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর