thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

মুজিববর্ষের মূল সমাবেশ স্থগিত; আসছেন না মোদি

২০২০ মার্চ ০৯ ১০:৩৬:৫৮
মুজিববর্ষের মূল সমাবেশ স্থগিত; আসছেন না মোদি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ১৭ মার্চ থেকে মুজিববর্ষের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এই মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্থাপক অর্পন। এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল করবেন।

এরপর কর্মসূচী ছিল জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১৭ মার্চ উপলক্ষে সমাবেশ। সেই সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশে ৩জন শনাক্ত হওয়ার কারণে এই কর্মসূচীতে পরিবর্তন আনা হয়েছে। সীমিত আকারের কর্মসূচীকে বহাল রেখে ১৭ মার্চের যে সমাবেশ ছিল তা পুনর্বিন্যাস করা হয়েছে। পরবর্তীতে এই সমাবেশের তারিখ চূড়ান্ত করা হবে। আর সে কারণেই ১৭ তারিখ নরেন্দ্র মোদিসহ বিদেশি অতিথিরা আসছেন না।

জাতির পিতা জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির মুখ্য সমন্বয়কারী ড. কামাল নাসের চৌধুরী এক সংবাদ সম্মেলন করে এমন কথা জানান। তিনি বলেন, সার্বিক বিষয় বিবেচনা করে মুজিববর্ষের ব্যাপক জনসমাগম না করে বছরব্যাপি অনুষ্ঠান উদযাপন করা হবে। তিনি বলেছেন যে, যেহেতু ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত মুজিববর্ষ। কাজেই পুরো বছরব্যাপি নানা রকম অনুষ্ঠান হবে। তবে তিনি বলেন, ডাক টিকিট উদ্বোধন, স্কুল কলেজগুলোতে জাতির পিতাকে স্বরণ করে যে অনুষ্ঠান তা যথারীতি থাকবে।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন যে, বঙ্গবন্ধু সব সময় বলেছিলেন যে, এদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায় সেজন্য মুজিববর্ষে সব গৃহহীন মানুষকে গৃহ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত থাকবে। শুধু জনসমাবেশ মূলক অনুষ্ঠান হচ্ছে না।

যেহেতু মুজিববর্ষ সারা বছর চলবে। তাই যেকোন সুবিধাজনক সময় মুজিববর্ষের যে আনুষ্ঠানিক বক্তৃতা পর্ব বা সমাবেশ তা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর