thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

টি-টোয়েন্টিতেও তামিম-লিটনের জুটির রেকর্ড

২০২০ মার্চ ০৯ ২১:৩৭:৩৪
টি-টোয়েন্টিতেও তামিম-লিটনের জুটির রেকর্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও জুটির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

গত ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে সিরিজে দেশের হয়ে যে কোনো উইকেটে রেকর্ড সর্বোচ্চ ২৯২ রানের জুটি গড়েছিলেন ওপেনার তামিম-লিটন।

সিলেট থেকে ঢাকায় ফিরে তিন দিনের ব্যবধানে মিরপুরে টি-টোয়েন্টিতে দেশের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ৯২ রানের পাটর্নারশিপ গড়েছেন তামিম-লিটন।

এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় টি-টোয়েন্টিতে উদ্বোধনীতে সর্বোচ্চ ৭৪ রানের জুটি গড়েছিলেন তামিম ও লিটন। নিজেদের সেই রেকর্ড ভেঙে দিলেন সোমবার।

তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩২ রানের রেকর্ড জুটির মালিক তামিম-মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তারা দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন এ রানের রেকর্ড গড়েছিলেন।

সোমবার মিরপুরে তামিম-লিটন ১০.২ ওভার খেলে উদ্বোধনীতে ৯২ রানের জুটি গড়েন। বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয়ার পর ৩৩ বলে তিন চার ও দুই ছক্কায় ৪১ রান করে সাজঘরে ফেরেন তামিম। ১৩তম ওভারে দলীয় ১০৬ রানে ফেরেন লিটন দাস। তার আগে ৩৯ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন তিনি।

লিটনের ফিফটি আর শেষ দিকে সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ২০০ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।

সম্প্রতি বিয়ে করেছেন সৌম্য। বিয়ের ছুটি কাটিয়ে দলে ফিরেই ৩২ বলে দৃষ্টিনন্দন ৫টি ছক্কা ও চরটি চারের সাহায্যে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন জাতীয় দলের এ ওপেনার।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর