thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

করোনাভাইরাস: স্থগিত মুজিববর্ষের ক্রিকেট ও কনসার্ট

২০২০ মার্চ ১১ ১৮:৫১:৫৭
করোনাভাইরাস: স্থগিত মুজিববর্ষের ক্রিকেট ও কনসার্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২০ ও ২১ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আতঙ্কে ম্যাচ দুটি আপাতত স্থগিত করা হয়েছে। নতুন দিন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পাশাপাশি মিরপুরে ১৮ মার্চ যে কনসার্ট করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘২১ ও ২২ মার্চ যে দুইটি ম্যাচ আছে- সে দুইটি নিয়েও সমস্যা হচ্ছে। যে বিশ্ব তারকারা আসবে তারা সবাই আসতে পারবে কি না, আবার আসলে যথাসময়ে ফিরতে পারবে কি না- এসব বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কিছু।’

তিনি আরও বলেন, ‘তাই আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, দুইটি আয়োজনই আপাতত পেছানো হচ্ছে। পরে আমরা মাসখানেক সময় দেখে, সব পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে যে কখন এগুলো করবো।’

এছাড়া ম্যাচ শুরুর দুই দিন আগে ১৮ মার্চ এ আর রহমানের একটি কনসার্ট আয়োজনের কথাও ছিল। তবে এই কনসার্টও স্থগিত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর