thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

‘ইতালি থেকে আসা কারো মধ‌্যে করোনার উপসর্গ নেই’

২০২০ মার্চ ১৪ ১৩:১২:২২
‘ইতালি থেকে আসা কারো মধ‌্যে করোনার উপসর্গ নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইতালি থেকে আসা ১৪২ বাংলাদেশির মধ‌্যে কারো শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।

শনিবার (১৪ মার্চ) মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ‌্য জানিয়েছেন জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘আজ সাকলে ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে ১৪২ জন বাংলাদেশি দেশে এসেছেন। প্রাথমিকভাবে তাদের পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে জ্বর বা করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।’

আক্রান্ত দেশ ইতালি থেকে আসায় তাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর