thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ 25, ৪ চৈত্র ১৪৩১,  ১৮ রমজান 1446

দেশে নতুন দুজন করোনা রোগী শনাক্ত

২০২০ মার্চ ১৫ ১০:১৮:৫২
দেশে নতুন দুজন করোনা রোগী শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. জাহিদ মালেক। শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। মন্ত্রী জানান, আক্রান্তদের দুজনের মধ্যে একজন ইতালি ও একজন জার্মানি থেকে এসেছেন।

এর আগে গত ৮ মার্চ বাংলাদেশে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদের মধ্যে দুজন ছিলেন ইতালিফেরত। অন্যজন ইতালিফেরত একজনের পরিবারের সদস্য।

শুক্রবার আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্ত তিন ব্যক্তির মধ্যে দুইজন সুস্থ হয়েছেন। আর আজ শনিবার সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে জানান যে, আক্রান্ত তিনজনের মধ্যে শেষজনও পুরোপুরি সুস্থ হয়েছেন। এরপর ২৪ ঘন্টা না পেরোতেই দুজন করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।

উল্লেখ্য যে, সারা বাংলাদেশে ২৬ টি জেলায় প্রায় ১২০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সব অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। আগামী কাল রোববার থেকে যুক্তরাজ্য ছাড়া বাকি সব ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশগামী ফ্লাইটও নিহশিদ্ধ ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভারত থেকেও বাংলাদেশ প্রবেশ বন্ধ করা হবে বলে আজ তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর