thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

করোনা: উল্টো পথেই হাঁটছেন জন আব্রাহাম, বিদ্যা বালান, ভূমি

২০২০ মার্চ ১৫ ১০:৩২:২৮
করোনা: উল্টো পথেই হাঁটছেন জন আব্রাহাম, বিদ্যা বালান, ভূমি

দ্য রিপোর্ট ডেস্ক: সম্প্রতি করোনা আতঙ্কে বলিউড অভিনেতা শহিদ কাপুর, রণবীর কাপুর, আলিয়া সহ বলিউডের বহু তারকাই তাঁদের ছবির শ্যুটিং বাতিল করেছেন। বিদেশ সফরও বাতিল করেছেন দীপিকা, সালমান, হৃত্বিকরা। তবে এসবের মাঝেও উল্টো পথেই হাঁটছেন জন আব্রাহাম, বিদ্যা বালান, ভূমি পেডনেকরের মত অভিনেতা অভিনেত্রীরা।

‌মুম্বই মিরর -এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে খবর, বিদ্যা বালান তাঁর আগামী ছবি 'শেরনি'র শ্যুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, মধ্য প্রদেশের বিভিন্ন প্রান্তে পুরনো সূচি মেনেই শ্যুটিং চালিয়ে যাচ্ছে বিদ্যা ও তাঁর 'শেরনি'র টিম।

একইভাবে জারি রয়েছে ভূমি পেডনেকরের ছবি 'দূর্গাবতী'র শ্যুটিং। এবিষয়ে এই দুই ছবির প্রযোজক বিক্রম মালহোত্রা বলেন, ''আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্যুটিং চালিয়ে যাচ্ছি। তবে যতটা সাবধানতা নেওয়া যায়, আমাদের টিমের সদস্যরা ততটা সাবধানতা নেওয়ার চেষ্টা করছি মাস্ক, স্যানিটাইজার সবই ব্যবহার করা হচ্ছে। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবারই সকলে খাচ্ছে। শ্যুটিং সেটে একজন চিকিৎসকও থাকছেন।''

অন্যদিকে 'মুম্বই মিরর'এ প্রকাশিত আরও একটি প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, জন আব্রহামও তাঁর আগামী ছবি 'মুম্বই সাগা'র শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির শ্যুটিং অবশ্য প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেই জানা যাচ্ছে। এবিষেয় ছবির নির্মাতা সঞ্জয় গুপ্তা বলেন, ''সমস্ত সতর্কতা অবলম্বন করেই আমরা শ্যুটিং চালিয়ে যাচ্ছি। কেউ যদি কোনওভাবে অসুস্থ হয়, তাহলে তাঁদের তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।''

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর