thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি 25, ১৪ ফাল্গুন ১৪৩১,  ২৮ শাবান 1446

পর্দার ভিলেন বাস্তবের হিরো

২০২০ মার্চ ১৬ ১০:১৫:০৭
পর্দার ভিলেন বাস্তবের হিরো

দ্য রিপোর্ট ডেস্ক: দর্শকপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পী প্রকাশ রাজ। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মনও জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এ ভার্সেটাইল অভিনেতা।

তবে আক্রমণাত্মক আচরণের কারণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৬ বার নিষিদ্ধ হয়েছিলেন প্রকাশ রাজ। কিন্তু ব্যক্তিগত জীবনে নরম হৃদয়ের মানুষ তিনি। কারণ একজন ঋণগ্রস্ত প্রবীণ অভিনেতাকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন প্রকাশ রাজ। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন তেলেগু সিনেমার আরেক অভিনেতা রাজা রবীন্দ্র।

এ অভিনেতা বলেন—‘প্রকাশ রাজ জানতে পারেন, এক প্রবীণ অভিনেতা ৫০ লাখ রুপির দেনায় পড়েছেন। এজন্য তিনি আত্মহত্যার চিন্তা করেছেন। তারপর প্রকাশ রাজ আমাকে জানান, আমি যেন ওই অভিনেতাকে তার কাছে নিয়ে যাই।’

রাজা রবীন্দ্র আরো বলেন, ‘যখন ওই প্রবীণ অভিনেতাকে প্রকাশ রাজের কাছে নিয়ে যাই, তখন প্রকাশ রাজ তাকে ৫০ লাখ রুপি দেন। তারপর প্রকাশ রাজ এ অর্থ ফেরত নেননি।’

১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। বর্তমানে এ অভিনেতার হাতে বিভিন্ন ভাষার ৭টি চলচ্চিত্রের কাজ রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর