thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বাবা হারালেন শফিউল ইসলাম

২০২০ মার্চ ১৭ ১৮:৫৪:৫৩
বাবা হারালেন শফিউল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শোকবার্তায় বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের পেসার শফিউল ইসলামের পিতা জাহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে। তিনি মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকায় মৃতুবরণ করেন। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বোর্ড মৃত্যের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’

বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ চলাকালীন বাবার আইসিইউতে যাবার ঘটনায় সিলেট থেকে ঢাকা ফিরে আসতে হয়েছিল বাংলাদেশ দলের এই পেসারকে। তবে ঢাকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর